ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তাসহ অন্তত তিন জন নিহত হয়েছেন। বুধবার সকালে অভিযান চালানোর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি একজন সেনার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মিরের পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। কোকেরনাগের গহীন জঙ্গলে বুধবার সকালে প্রবেশ করে তারা। অভিয়ানে দুই সেনা ও একজন পুলিশ সদস্য মারাযান। নিখোঁজ হয়ে যান একজন।
নিরাপত্তা বাহিনী কাশ্মিরে অভিযান চালাতে উন্নত প্রযুক্তির হেরন ড্রোন ব্যবহার করছেন। ১২-১৩ সেপ্টেম্বর রাতে তারা অভিযানের প্রস্ততি নেন।