ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজ ছাত্রলীগের দায়িত্ব নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চলতি বছরের জুলাই মাস থেকে এমন কানাঘুষা চলছে। সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। পরস্পরবিরোধী অবস্থান ও বক্তব্যের জেরে বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হয়ে গড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।
মূলত, দীর্ঘদিন ধরে ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগ নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হাত ধরে। কমিটি দেওয়া, সাংগঠনিক তদারকিসহ যাবতীয় নির্দেশনা কেন্দ্রীয় কমিটি দিচ্ছে।