চার বস্তু থেকে আশ্রয় প্রার্থনা করা

দেশ রূপান্তর মুফতি এনায়েতুল্লাহ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫

হাদিসের বিশুদ্ধ ছয় কিতাবের অন্যতম জামে তিরমিজিতে বর্ণিত এক হাদিস থেকে জানা যায়, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতায়ালার কাছে এমন একটি অন্তর থেকে আশ্রয় চেয়েছেন- যে অন্তর আল্লাহতায়ালার সামনে বিনয়ী হতে জানে না। এমন অন্তর তিনি কখনোই কামনা করেননি, যা আল্লাহর সামনে ভয়ে ও বিনয়ে কান্না করে না। আল্লাহর সঙ্গে তুলনাযোগ্য আর কিছুই নেই, এই চরম সত্যটি যে অন্তর উপলব্ধি করতে পারে না- তা থেকেও নবী কারিম (সা.) আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন।


হাদিসে বর্ণিত দোয়াটি হলো- ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন কালবিন লা ইয়াখশাউ, ওয়া দুয়াইন লা ইয়ুসমাউ, ওয়া মিন নাফসিন লা তাশবাউ, ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ আউজুবিকা মিন হাউলাইল আরবা।’ অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন মন হওয়া থেকে যা আপনার ভয়ে ভীত হয় না, এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়), এমন আত্মা হতে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান হতে যা কাজে আসে না। আপনার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।’ -জামে তিরমিজি : ৩৪৮২

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us