মেটার নতুন অ্যাপ থ্রেডের সম্প্রতি চালু হওয়া কিওয়ার্ড সার্চিং সব বিষয়ের জন্য কাজ করবে না। অ্যাপটিতে ভ্যাকসিন, কভিডের মতো সম্ভাব্য সংবেদনশীল শব্দগুলোর জন্য অনুসন্ধান ব্লক করে দেয়া হয়েছে। এছাড়া এ তালিকায় আরো কিছু শব্দ রয়েছে, যেগুলো এর আগে মেটায় ভুল তথ্য দিয়েছিল। খবর সিএনএন।
অ্যাপটির এ সীমাবদ্ধতা সম্পর্কে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে মেটার যুক্তি, থ্রেডে বিতর্কিত বিষয়বস্তুর বিস্তার রোধের প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।