এক কোটি টাকা ঋণ নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কাপড়ের দোকান দিয়েছিলেন মাহমুদা খাতুন। আজ বৃহস্পতিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর মাহমুদা দোকান থেকে পুড়ে যাওয়া শাড়ি, থ্রি-পিস ও অন্যান্য কাপড়চোপড় বের করার চেষ্টা করেন। এ সময় আহাজারি করে বলেন, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, সংসারই–বা চালাবেন কী করে। তিনি নিঃস্ব হয়ে গেছেন।
শুধু মাহমুদাই নন, আগুনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে তাঁর মতো অনেক ব্যবসায়ীর দোকানের সবকিছু পুড়ে গেছে। আজ ভোররাতে মার্কেটের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মার্কেটের দুই শতাধিক দোকান পুড়ে শেষ।