যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি হলে বন্দি ফিরিয়ে আনা সহজ হবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০

যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে সরকার। এটি বাস্তবায়ন হলে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতটুকু শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটা প্রপোজাল দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা এখনও কনক্রিট প্রপোজাল পাইনি। আমরা যেটুকু জানি, এ ধরনের আলোচনা হয়েছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমপ্লিমেন্ট করবে, আমাদের প্রতিনিধিও আলোচনার সময় ছিল। আমি যতটুকু শুনেছি, এই আলোচনাটা হয়েছে। আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us