সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া পাম তেলের দাম কমছে প্রতি লিটারে ৪ টাকা।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম ৪ টাকা কমে যাবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।