রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে যুক্তরাষ্ট্র। এতে দেশটির ভোক্তারা নিত্যপ্রয়োজনীয় নয়, এমন পণ্য কেনাকাটা কমিয়ে দেন। তার প্রভাবে বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমে যায়। তবে চলতি অর্থবছরে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। গত দুই মাসে এই বাজারে পোশাক রপ্তানিতে ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান দিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৭৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি।