ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বাড়ছে নিপাহ ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।
সংক্রমণের বিস্তার রোধে বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের সংক্রমণের হার যেখানে বেশি সেখানকার স্কুলে যাচ্ছে শিশুরা। বিবিসি’র প্রতিবেদনে জানা গেছে, গত সোমবার কেরালার কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়। এরপর থেকে আতঙ্ক আরও বেড়েছে জনমনে।