বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। তেলের সরবরাহ নিয়ে শঙ্কা ও লিবিয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আরেক দফা বেড়েছে তেলের দাম। ফলে তেলের দাম এখন গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। সরবরাহ নিয়ে এই আশঙ্কার কারণে চীনের অর্থনীতির ধীরগতি ও অপ্রতুল চাহিদার আশঙ্কা সত্ত্বেও দাম বেড়েছে।
আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের দাম উভয়ই বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৪ ডলারে ওঠে; ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৮ ডলারে ওঠে।
গতকাল মঙ্গলবারও এই দুই ধরনের তেলের দাম ২ শতাংশ বেড়ে ২০২২ সালের নভেম্বর মাসের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।