দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার প্রশ্নে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তড়িঘড়ি করে সংলাপ শুরু করলেও সংলাপে আসা গুরুত্বপূর্ণ পরামর্শ বা সুপারিশগুলো বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেয়নি সাংবিধানিক এই সংস্থা।
সেই সংলাপের দেড় বছর পর এখন আবার জাতীয় নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও বাস্তবতা’ বুঝতে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় বসছে ইসি। আগামীকাল বুধবার নির্বাচন ভবনে এ আলোচনা হবে।
নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে বলছেন, ইসির এই উদ্যোগ ভালো। কিন্তু দেড় বছর আগের সংলাপে আসা পরামর্শগুলো ইসির কাছে গুরুত্ব পায়নি। জাতীয় নির্বাচনের মাস চারেক আগে ইসি প্রত্যাশা ও বাস্তবতা বুঝে নিয়ে কতটুকু কী করতে পারবে, তা নিয়ে সংশয় আছে। তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে এখন যে বিতর্ক বা বিরোধপূর্ণ অবস্থান, তা রাজনৈতিক। ইসি বলে আসছে, রাজনৈতিক বিষয়ে তাদের কিছু করণীয় নেই। তাই শেষ পর্যন্ত ইসির এই উদ্যোগ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কতটুকু ফলদায়ক হবে, তা নিয়ে প্রশ্ন আছে।