কোটা আন্দোলনের ঝড় থেকে জন্ম একটা পার্টির। দেশবাসীকে তারা ভাষা দিলেন। জয় করে নিলেন দেশের তরুণচিত্ত। পার্টির নাম ‘গণ অধিকার পরিষদ’। যার সঙ্গে কিছুটা তুলনীয় কেবল সর্বহারা পার্টি ও জাসদ।
সিরাজ সিকদারকে নিয়ে আহমদ শরীফ বলেছিলেন, কোনো তরুণ বিপ্লবী নেতার মধ্যে স্বল্পকালের মধ্যে এমন জাদুব্যক্তিত্বের পরিচয় মেলেনি। একই কথা সিরাজুল আলম খান ও আ স ম রবের বেলায়ও সত্য। তাদের নিয়ে সেরা কবিরা কবিতাও লিখেছেন।
জাসদের নেতাদেরও জন্মের একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। তাদের ছিল একদল তাত্ত্বিক। যারা রাষ্ট্রের আর্থ-সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করেছিলেন। তার ভিত্তিতে ছিল কর্মসূচি। কর্নেল আবু তাহেরের ভাষায় আগুন জ্বালাতে এসেছিলাম, জ্বালিয়ে গেলাম।