মার্কিন অভিযাত্রী মার্ক ডিকি তুরস্কের মরকা কেভের গভীরতা কত তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়েন। দক্ষিণ তুরস্কের তুরাস পর্বতমালার পাতালরাজ্যে শাখা-প্রশাখা মেলেছে দুর্গম এই গুহা। আর সেখানে আটকে পড়ার ৯ দিন পর দুঃসাহসিক এক অভিযানে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় ৪০ বছর বয়স্ক মার্ক ডিকিকে। এ তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
মাটির ১ হাজার ১২০ মিটার (৩ হাজার ৬৭৪ ফুট) গভীরে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন মার্ক ডিকি। ২ সেপ্টেম্বর থেকে তিনি আটকা পড়েছিলেন সরু একটি সুড়ঙ্গে। আর অসুস্থ হয়ে সেখানে আটকা পড়ার ৯ দিন পর গতকাল সোমবার দিবাগত রাতে উদ্ধারকারীদের আন্তর্জাতিক একটি দল তাঁকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসতে সক্ষম হয়।