দীর্ঘদিন পর ‘গদর-২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রত্যাবর্তন করেছেন বলিউড তারকা সানি দেওল। এসেই তিনি সাফল্যের জোয়ারে ভাসছেন। সবার প্রশংসায় তিনি আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে চাইছেন।
শুধু তা-ই নয়, এ সিনেমা বলিউডের চলচ্চিত্রের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে। জানা গেছে, ‘গদর-৩’-এর জন্য নাকি অভিনেতা সম্মতিও দিয়েছেন। সব মিলিয়ে সানির ভক্তরা তাকে নিয়ে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
সিনেমার ব্যবসায়ীক সাফল্যে সানি দেওল বেশ খুশি। এর মাঝেই তার বাবা এক সমেয়র তুমুল জনপ্রিয় নায়ক ধর্মেন্দ্রকে নিয়ে আমেরিকা পাড়ি দিলেন অভিনেতা।