বৈচিত্র্যময় পণ্যের দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাজার সুরক্ষিত করা সম্ভাবনা আছে বাংলাদেশের। এমনকি, তৈরি পোশাকের ক্ষেত্রেও বৈচিত্র্য আনা প্রয়োজন।
ইইউতে বিক্রি হওয়া কটন ফাইবার গার্মেন্টসে বাংলাদেশের অবদান ৩৪ দশমিক ৭ শতাংশ এবং চীনের অবদান মাত্র ১৪ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে, এই জোটে বিক্রি হওয়া নন-কটন গার্মেন্টসে চীনের অবদান ৪১ দশমিক ২ শতাংশ এবং বাংলাদেশের মাত্র ১২ দশমিক ২ শতাংশ।
বেসরকারি থিংক ট্যাংক রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'ইইউয়ে সম্ভাবনাময় বৈচিত্র্যময় পণ্যের বিষয়টি এখন বাংলাদেশকেই খুঁজে নিতে হবে।'
রাজধানীর সিক্স সিজনস হোটেলে ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশের সহযোগিতায় র্যাপিডের আয়োজনে অনুষ্ঠিত 'এক্সপ্লোরিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন অপারচুনিটিস ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন' সেমিনারে তিনি এ কথা বলেন।