রাজধানীতে আজ সোমবার সকাল থেকে মেঘ-রোদের খেলা চলেছে। দিন গড়াতে শুরু করলে মেঘ বেড়েছে। দুপুর ১২টার দিকে একটু একটু করে বৃষ্টি ঝরছিল। বেলা দুইটার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি। আবহাওয়াবিদদের কথা, মৌসুমি বায়ু প্রায় চলে যাওয়ার এই সময়ে এ বৃষ্টি বেশিই বলা যায়। অথচ প্রায় তিন দিন ধরে রাজধানীতে বৃষ্টি সেই অর্থে ছিল না বললেই চলে।
বৃষ্টির পর রাজধানীর তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজ রাজধানীতে আবার বৃষ্টি হতে পারে। তবে দুপুরের মতো এত বেশি হবে না। বৃষ্টি হতে পারে কাল মঙ্গলবারও। আগামী বুধবার থেকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কাও আছে। তাতে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। তবে অন্য অঞ্চলে কমতে পারে।