উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ট্রেনে করে রাশিয়া সফরে যাচ্ছেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।
এর আগে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন যে দুই দেশের মধ্যে অস্ত্র আলোচনার অগ্রগতি করতে দ্রুত একত্রিত হবেন কিম এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই সম্ভাব্য বৈঠকের কোন নির্দিষ্ট তারিখ বা অবস্থান জানানো হয়নি।
সিএনএন বলছে যদি সফরটি সত্যিই ঘটে তাহলে এটি কোভিড-১৯ মহামারির পর কিমের প্রথম বিদেশ সফর হিসেবে চিহ্নিত হবে। গত তিন বছরের বেশি সময় ধরে সীমান্ত বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। তবে সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি শিথিল করতে শুরু করেছে দেশটি।