দীঘির জন্য গাইলেন লগ্নজিতা

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৮

ভারতীয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ‘প্রেমে পড়া বারণ’, ‘বসন্ত এসে গেছে’, ‘বেহায়া’সহ বেশ কিছু জনপ্রিয় গান আছে তাঁর ঝুলিতে। বাংলাদেশেও বেশ জনপ্রিয় এ সংগীতশিল্পী। গেয়েছেন এ দেশের শিল্পীদের সঙ্গেও। এবার তিনি গাইলেন বাংলাদেশের সিনেমায়। অ্যান্থোলজিক্যাল সিনেমা ‘জীবন জুয়া’র ‘প্রিয় প্রাক্তন’ সিনেমার ‘তাকে ছেড়ে আসতে শেখো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা। কিঙ্কর আহসানের লেখায় সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার শ্রাবণ ভট্টাচার্য।


গানটি নিয়ে লগ্নজিতা বলেন, ‘প্রথমবার বাংলাদেশের সিনেমায় গাইলাম। গানটির কথা শুনেই মনে ধরে যায়। কথার সঙ্গে সুর ও কম্পোজিশন দারুণ হয়েছে। গাওয়ার সময় অনেক উপভোগ করেছি। রিলিজের পর গানটি নিয়ে আরও বিস্তারিত বলব।’


সিনেমার নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন বলেন, ‘কলকাতার সিনেমায় অনেক জনপ্রিয় গান আছে লগ্নজিতার। খুব মিষ্টি কণ্ঠ। গানের কথাগুলো পড়েই মনে হচ্ছিল লগ্নজিতা গাইলে ভালো হবে। দীঘীর সঙ্গে বেশ যাবে গানটি। এরপর লগ্নজিতার সঙ্গে যোগাযোগ করি। তাঁরও খুব পছন্দ হয়ে যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us