বছরের শুরুতেই বোঝা যাচ্ছিল এ বছর চোখ রাঙাবে ডেঙ্গু। তবে শুধু চোখ রাঙিয়েই ক্ষান্ত হয়নি, এরই মধ্যে সাড়ে ছয় শতাধিক মানুষের প্রাণ কেড়েছে মশাবাহিত এ রোগ। ডেঙ্গুর এই প্রকোপে মশা থেকে বাঁচতে বেড়েছে কয়েলের চাহিদা। বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবছর মশার কয়েলের চাহিদা বেড়েছে অন্তত তিনগুণ। এই সুযোগে বাজার ছেয়ে গেছে নিম্নমানের অনুমোদনহীন নন-ব্র্যান্ডের কয়েলে।
বাজার ঘুরে জানা যায়, নিম্নমানের এসব কয়েল ‘পাঁচ-দশের কয়েল’ এবং ‘বাংলা কয়েল’ নামেও পরিচিত। এসব কয়েলে উচ্চমাত্রার রাসায়নিক ব্যবহারের কারণে দ্রুত মশা তাড়ায়, দামেও সস্তা। ফলে চাহিদার বাজারে এসব নন-ব্র্যান্ডের কয়েলের হিস্যাই এখন বেশি। তবে নিম্নমানের এসব কয়েল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।