দিন দিন মনোযোগ হারিয়ে ফেলছেন? জেনে নিন মনোযোগ বাড়ানোর উপায়

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

ইদানীং কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারছেন না? পড়তে বসলে সারাক্ষণ হাবিজাবি চিন্তা মাথায় আসে? কিংবা গভীর মনোযোগ দিয়ে কাজ শুরু করে একসময় আবিষ্কার করলেন অন্য কিছু ভাবছেন। কিন্তু এ রকম কেন হয়? এর পেছনে কি কোনো শারীরবৃত্তীয় বা মনোসামাজিক সমস্যা লুকিয়ে থাকতে পারে?


প্রথমে মনোযোগে ব্যাঘাত ঘটায়, এমন কিছু বিষয় আগে জেনে নেওয়া যাক।


১. পারিপার্শ্বিক কারণ



  • সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ব্যস্ততা।

  • সময়ের অব্যবস্থাপনা।

  • নির্দিষ্ট কাজের রুটিন না থাকা।

  • কাজের মধ্যে হঠাৎ দিবাস্বপ্নে বুঁদ হয়ে যাওয়া।

  • নিজের কাজকে অপছন্দ করা।

  • ইচ্ছা না থাকা সত্ত্বেও সহজে কাউকে ‘না’ বলতে না পারা।

  • পড়ার বা কাজের পরিবেশ না থাকা।


২. শারীরিক কারণ



  • রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া। যার কারণে সারা দিন ক্লান্তি আর ঝিমুনি ভাব থাকে।

  • পুষ্টিকর খাবার না খাওয়া কিংবা ফাস্ট ফুড বেশি খাওয়া, যা শরীরে অবসাদ তৈরি করে।

  • খেলাধুলা বা শারীরিক ব্যায়াম না করা বা একেবারে নিজের জন্য সামান্য সময়ও না রাখা। এতে মানসিক প্রশান্তি বিঘ্নিত হয়।

  • কিছু কিছু শারীরিক সমস্যা, যেমন থাইরয়েড হরমোনের ঘাটতি, রক্তশূন্যতা, স্লিপ এপনিয়া ইত্যাদি কারণে মনঃসংযোগে ঘাটতি, অবসাদ, ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us