রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবকের কবজি বিচ্ছিন্নের পর তার ভিডিও ভাইরালের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় র্যাব এ তথ্য জানায়। র্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম খুদে বার্তায় উল্লেখ করেছে র্যাব। তাঁরা হলেন রাফাত, তুষার ও আহমেদ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজ প্রথম আলোকে বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাঁরা সাতজনকে গ্রেপ্তার করেছেন।