চাকরি তো খুঁজছেন অনেক দিন। কিন্তু পছন্দসই চাকরি মিলছে না। তাহলে এবার চাকরি খোঁজার আগে কিছু বিষয় শিখে নিন। তাহলে সহজেই পেয়ে যাবেন আপনার কাক্সিক্ষত চাকরি।
চাকরির বিজ্ঞাপন দেখেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই না করে আগে কোম্পানি সম্পর্কে একটু রিসার্চ করে নিন। কোম্পানির ভিশন, কালচারের সঙ্গে আপনি কতটা একমত, তা অ্যাপ্লিকেশনে স্পষ্ট করে জানান।
বায়োডাটা আপডেটেড রাখুন। চাকরির নিয়মনীতি ভালো করে পড়ে দেখুন। বুঝতে পারবেন নতুন চাকুরেদের মধ্যে তারা কী খুঁজছেন। আপনার অ্যাপ্লিকেশনে সেই দক্ষতাগুলো হাইলাইট করুন।
অনেক চাকরিতে কভার লেটার চায়। আপনি কেন ওই নির্দিষ্ট চাকরির জন্য আদর্শ বা আপনি কতটা উদ্যমী, সেটা কভার লেটারে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। চাকরির কাজের পাশাপাশি অন্য কোনো কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই তা মেনশন করুন।