ফ্যাশন ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো ট্রেন্ড বিদায় নেবে, নতুন কিছু আসবে। অথবা নতুন ও পুরনো মিলিয়ে আরেকটি ট্রেন্ড তৈরি হবে এটাই ফ্যাশনের চলমান ধারা। এই ধারায় এবার যোগ হয়েছে একই প্রিন্টের সালোয়ার কামিজ।
পোশাকের নতুন এই ট্রেন্ড নিয়ে লিখেছেন রবিউল কমল করোনার সময় থেকেই বিশ্বব্যাপী ফ্যাশনে পরিবর্তনের ধারা শুরু হয়। আমাদের দেশেও এর ব্যতিক্রম হয়নি। যেমন কিছুদিন আগেও পোশাকে প্রকৃতিকে মোটিফ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আরেকটি ট্রেন্ড খুব বেশি দেখা যাচ্ছে। আর তা হলো ফ্যাশনসচেতন মেয়েরা এখন একই প্রিন্টের সালোয়ার-কামিজ পরছেন। কেউ কেউ ওড়নাটাও একই প্রিন্টের পরছেন। কেউ বা বেছে নিচ্ছেন এক রঙের। আরও এই ট্রেন্ডটাই যেন এখন ফ্যাশনে পূর্ণতা এনে দিয়েছে।
ফ্যাশনে ট্রেন্ড পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। পুরনো ট্রেন্ড বিদায় নেবে, নতুন কিছু আসবে। অথবা নতুন ও পুরনো মিলিয়ে আরেকটি ট্রেন্ড তৈরি হবে এটাই ফ্যাশনের চলমান ধারা। সেই ধারাকে প্রাধান্য দিয়ে থাকে আমাদের দেশের ফ্যাশন হাউজগুলো। বর্তমান ট্রেন্ডের সঙ্গে মিল রেখে দেশীয় ফ্যাশন হাউজগুলো একই নকশার সালোয়ার-কামিজ নিয়ে এসেছে।