সর্বত্রই ‘জওয়ান’-এর জয়জয়কার। যা কখনও হয়নি হিন্দি সিনেমার ইতিহাসে, সেটাই করে দেখিয়েছে ‘জওয়ান’। বিশ্বজোড়া প্রশংসা পাচ্ছে এই ছবি। শুধু হিন্দি ভাষায় এই ছবি প্রথম সর্বোচ্চ উপার্জনকারী ছবির তকমা পেয়েছে। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি ছবি এটি। শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রযোজনায় ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’।
প্রথম ঝলক মুক্তির পর থেকেই ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল বলিপাড়ায়। বলিউড সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করে কেউ কোটিতে আয় করেছেন, কেউ আবার লাখে। একা শাহরুখ খানই পেয়েছেন ১০০ কোটি।