অডিট টিম আসবে, তাই ডেঙ্গু রোগীদের বাইরে দাঁড় করিয়ে চলছে হাসপাতাল পরিষ্কার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪০)। জ্বর নিয়ে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। এটি ডেঙ্গু ওয়ার্ড। বেড খালি না থাকায় ওয়ার্ডের বাইরে বিছানা বিছিয়ে শুয়ে আছেন। সেখানে চলছে চিকিৎসা। তবে ডেঙ্গু ওয়ার্ড খালি। রোগীদের কেউ ওয়ার্ডের বাইরে বিছানা পেতে বসে আছেন, কেউ হাসপাতালের বাইরে ঘোরাফেরা করছেন। এর মধ্যে কারও কারও হাতে ক্যানুলা। বাইরে ঘোরাফেরার কারণ জানতে চাইলে রোগীরা বললেন, ‘অডিট টিম আসবে, তাই আমাদের বাইরে দাঁড় করিয়ে চলছে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।’ 


শুক্রবার দুপুর ২টার দিকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, তিন জন ওয়ার্ডবয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। এর মধ্যে একজন জানালা পরিষ্কার করছেন, আরেকজন ফ্যান ধোয়ামোছা করছেন, অপরজন দেয়াল এবং মেঝে পরিষ্কারের কাজে ব্যস্ত। ওয়ার্ডের নার্সরা রেজিস্টার খাতা অনুযায়ী মেডিসিনের হিসাব-নিকাশ মেলানোর কাজে মগ্ন। একই অবস্থা হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us