সত্য বিচ্যুত মুনাফিকদের থেকে সাবধান

দেশ রূপান্তর মুফতি এনায়েতুল্লাহ প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭

মুনাফিক বহুল প্রচলিত একটি চেনাজানা শব্দ। এর সরল অর্থ কোনো কিছু গোপন রেখে এর বিপরীত কথা বা কাজ প্রকাশ করা। মুনাফিকরা আমাদের সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজের মধ্যেই বসবাস করে। বিভিন্ন সামাজিকতায় অংশ নেয়, হাটবাজারে একসঙ্গে ঘোরাফেরা ও চলাফেরা করে। শরিয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে, যে অন্তরে কুফরি ও ইসলামবিরোধিতা রেখে মুখে ও প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে এবং মুসলমান হওয়ার দাবি করে। ইসলামের বিধানে মুনাফিকি দুই ধরনের। এক. বিশ্বাসগত মুনাফিকি, দুই. কর্মগত মুনাফিকি। বিশ্বাসগত মুনাফিকি হলো অন্তরে কুফরি রেখে নিজেকে মুসলমান বলে দাবি করা। এ ধরনের মুনাফিকির মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। আর কর্মগত মুনাফিকি যেমন আমানতের খেয়ানত করা, মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, গালাগাল করা ইত্যাদি। এসব কর্ম মুনাফিকি হলেও এসবের মাধ্যমে কেউ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় না। আমাদের আলোচনা কর্মগত মুনাফিকি নিয়ে।


ইসলাম মানুষকে সর্বাবস্থায় সতর্ক করে ইরশাদ করেছে, মুনাফিকরা মানবতার জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আল্লাহতায়ালা এ জাতীয় লোকদের কিছু বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদের বিভিন্ন সুরার আয়াতে বলে দিয়েছেন যাতে করে সচেতন ব্যক্তিরা সহজেই তাদের চিহ্নিত করতে পারে এবং তাদের থেকে সতর্ক থাকতে পারে। মুনাফিক লোকগুলোর মুখে বলা কথার সঙ্গে অন্তরের বদ্ধমূল বিশ্বাস এক নয়। মূলত মুনাফিক সব সময় মানুষের সঙ্গে প্রতারণা করে চলে। বাস্তবতা হচ্ছে তারা অন্যকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, ছলনাময় মিথ্যা কথা বলে মানুষ থেকে নানান সুযোগ-সুবিধা হাসিল করার চেষ্টা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us