“এক স্বপ্ন সত্যি হইছে পদ্মা সেতু হয়ে, আরেক স্বপ্ন পূরণ হইতেছে রেল চালু হয়ে। এই দুই স্বপ্ন আমাগো অনেক দিনের, স্বাধীনের আগের। এখন বাসে দিনে দিনে যাইতে-আইতে পারি। রেলে যাতায়াতে আরও বেশি সুবিধা। বাসের চেয়েও কম খরচে রেলে চলাচল করতে পারবো। ঈদের সময়ও শান্তিতে চলতে-ফিরতে পারবো। সবচেয়ে বড় কথা হলো—বইয়ে পড়া ইংরেজি রচনা 'জার্নি বাই ট্রেনে'র মতো মনে হচ্ছে।”
প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙায় যায়। সেটি দেখে সদর থানার বাসিন্দা আরিফ হোসেন উপরের কথাগুলো যখন বলছিলেন, তার আশপাশে এই ট্রেনকে বরণ করে নিতে যেন রীতিমতো মেলা বসেছিল। নতুন তৈরি করা রেললাইনের দুই পাশে রঙিন পতাকা বাতাসে উড়ছে। তাতে ইংরেজি এবং চীনা ভাষায় লেখাও শোভা পায়। চারদিকে সাজ সাজ রব।