চলমান এশিয়া কাপের শুরু থেকে দুর্দান্ত বোলিং করে আসছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। প্রতিটি ম্যাচেই তিনি গড়ে ১৪৫ গতিতে বল ছোড়েন। সেই গতিতে ব্যাটারদের দিশেহারা করলেও, পুরো আলোটা নিজের দিকে ফেরাতে পারছিলেন না রউফ। কারণ শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ-ও যে থেমে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৯ রানেই ৪ উইকেট নিয়ে রউফ ম্যাচসেরা হয়েছেন। কিন্তু ম্যাচে তার জুতার সামনের দিকে ছোট একটি ‘ছেঁড়া’ অংশ দেখা গেছে।
বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করা বাংলাদেশকে দুইশ’র আগেই গুটিয়ে দেয় পাকিস্তান। যার ৮টি উইকেটই দখলে নিয়েছেন শক্তিশালী তিন পেসারত্রয়ী। এছাড়া নতুন করে একাদশে ফেরা মিডিয়াম পেসার ফাহিম আশরাফ ও ইফতিখার একটি করে উইকেট নেন। ব্যাটিং স্বর্গখ্যাত পিচ হলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১১.২ ওভার হাতে রেখেই বাংলাদেশ অলআউট হয়ে যায়।