নতুন ফিচার নিয়ে আসছে পিক্সেল ৮এ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৬

সম্প্রতি গুগল আসন্ন পিক্সেল ৮-প্রোর নতুন একটি ছবি প্রকাশ করেছে। গুগলের ৩৬০ ডিগ্রি সিমুলেটর ব্যবহার করে ফোনের প্রতিটি কৌণিক অবস্থানই দেখা গেছে। সেখানে থাকা ফোনের বিভিন্ন স্থানে ছোটো ছোটো হলুদ ডট দেখে ধারণা করা হচ্ছে সেগুলো বিভিন্ন সেন্সর এবং পোর্ট। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম এনগেজেট।


এগুলো বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি জানায়, নতুন ফোনে শুধু তাপমাত্রা সেন্সরই থাকছে না বরং ফিজিক্যাল সিম স্লট এবং তিনটি ভিন্ন রংয়ে তা বাজারে আসছে। রং তিনটি হলো— নীল, পোরসিলেন এবং কালো। পিক্সেল ৭-এর মতোই থাকছে হোম স্ক্রিন। এছাড়া আগের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে ফোনটিতে সিম কার্ড স্লট আর তাপমাত্রার সেন্সর থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us