অনেকটা সময় আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, ব্যস্ত?
আমি ব্যস্ত নই। তিন দিন ধরে অসুস্থ। জ্বর-ঠান্ডা। এ জন্য শুটিং রাখিনি। ঘুমাচ্ছিলাম।
ডেঙ্গু বা অন্য কোনো শারীরিক পরীক্ষা করিয়েছেন?
কিছু পরীক্ষা করিয়েছি। এখন আবার পরীক্ষা করানোর জন্যই বাইরে যাচ্ছি। শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তায় আছি। সবার কাছে দোয়া চাই।
‘কলিজার আধখান’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ২ নম্বরে রয়েছে, নাটকটি নিয়ে প্রত্যাশা কেমন ছিল?
খুবই কম নাটকে এমন পরিশ্রম করতে হয়েছে। এই নাটকের শুটিং যে গ্রামে করেছি, সেখানে বসার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ফ্যান—কিছু ছিল না। শত শত মানুষের মধ্যে শুটিং করতে হয়েছে। এর মধ্যে আবার একজন শুটিং দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার সব রকম ব্যবস্থা করেছি। তিশা, পরিচালকসহ আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই নাটক দর্শকের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। সব পরিশ্রম এখানেই সার্থক।