জাতীয় নির্বাচনের আগে বিদেশিদের, বিশেষ করে পরাশক্তিগুলোর রাজনীতির ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ‘নজিরবিহীন’ তৎপরতার কারণে সরকারও চাপে আছে।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকেন্দ্রিক হয়ে উঠেছে। ভারত ও চীন আপাতত রাজনীতি নিয়ে উল্লেখযোগ্য হস্তক্ষেপ না করলেও যুক্তরাষ্ট্রের তৎপরতা বিতর্কের সৃষ্টি করেছে।
এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জি-২০ সম্মেলনে যোগ দিতে সফরে যাচ্ছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো অবস্থায় প্রতিবেশী ভারতকে পাশে চায় সরকার। শুধু পাশে আছে সেটাই নয়, ভারত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে আছে এটি প্রকাশ্যে নিয়ে আসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।