২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তাণ্ডবে সহযোগিতায় উগ্র ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজের সাবেক নেতা ইনরিকিউ তারিও’কে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মার্কিন গণতন্ত্রে আঘাত ও দাঙ্গার ঘটনায় তিনিই প্রথমবার দীর্ঘ সময়ের দণ্ডপ্রাপ্ত।
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের উসকানির অভিযোগ, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং আরও কয়েকটি অপরাধে গত মে মাসে ৩৯ বছর বয়সী সাবেক এই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ক্যাপিটল হিলে মার্কিন ইতিহাসে ভয়াবহ দাঙ্গা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ১ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।