মামলার ধার্য তারিখ জানতে চট্টগ্রামে বিচারপ্রার্থীদের আর আদালতে ছুটতে হচ্ছে না। মামলার তথ্য এখন রীতিমতো তাঁদের হাতের তালুতে। যেকোনো স্মার্টফোন থেকে গুগলে মামলার কার্যতালিকা লিখে সার্চ দিলে ই-কার্যতালিকা আসছে। সেখানে গিয়ে কয়েকটি ধাপ অতিক্রম করলেই মামলার ধার্য দিন সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে।
গুগলে সার্চ দেওয়া ছাড়াও স্মার্টফোনে ‘আমার আদালত’ অ্যাপ থেকে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা ও সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম নির্বাচন করে বিচারপ্রার্থীরা তাঁদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।
সাক্ষী, অভিযোগ গঠন, যুক্তিতর্কের বিষয়েও লেখা থাকে। গুগল প্লে স্টোর থেকে ‘আমার আদালত’ সার্চ করে যে কেউ এ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।