অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মত করেই এলো সংবাদ। আগের দিনই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তাতে ওপেনিং নিয়ে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল ক্রিকেট ভক্তদের মাঝে। কিন্তু এরপরেই ভেসে এলো দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপ শেষ না করেই ফিরে আসতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল শান্ত নিজেও স্ট্যাটাসে জানিয়েছেন, এশিয়া কাপে তার যাত্রা এখানেই শেষ। ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারের বিকল্প কে হবেন, তা নিয়েই এখন চলছে আলোচনা।
জাতীয় দলে এই মুহূর্তে বেড়ে গিয়েছে ওপেনারের সংখ্যা। লাহোরে এশিয়া কাপের দলে এখন স্বীকৃত ওপেনার চারজন। নবাগত তানজিদ তামিম ছাড়াও আছেন এনামুল হক বিজয়, লিটন দাস এবং নাইম শেখ। এছাড়া মেক শিফট ওপেনার হিসেবে গত ম্যাচেই দারুণ সফল ছিলেন মেহেদী মিরাজ।