আইপিএলে পাওয়া চোটের কারণে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল কেন উইলিয়ামসনের। তাতে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলাই অনিশ্চিত ছিল তার। কিন্তু কল্পনার চেয়েও দ্রুত সেরে উঠছেন তিনি। তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড, এমনকি অধিনায়কও থাকছেন উইলিয়ামসন।
গত বিশ্বকাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেওয়া উইলিয়ামসন গত এপ্রিল থেকে সাইডলাইনে। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান। করান অস্ত্রোপচার। এরপর ধীরে ধীরে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার লড়াই চলেছে।
নিউজিল্যান্ড গণমাধ্যমকে উইলিয়ামসন বলেছেন, ‘স্বাভাবিকভাবে প্রস্তুতি আদর্শ নয়। কিন্তু এনিয়ে বেশি কিছু বলার নেই। আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা সত্যিই রোমাঞ্চকর। আমার হাঁটু সারাতে সব শর্ত পূরণ করেছি। এখন প্রতিযোগিতার দিকে তাকিয়ে।’