মিয়ানমারের ক্ষমতাচ্যুত বন্দি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখার জন্য বাইরে থেকে চিকিৎসক আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। কারাগারের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে ৭৮ বছর বয়সী এই নোবেলজয়ীর।
সংশ্লিষ্ট সূত্র এবং সু চির প্রতি অনুগত ছায়া সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
জান্তা সরকারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, সু চি মাড়ি ফুলে যাওয়া রোগে ভুগছেন। তিনি ভালোভাবে খেতে পারছিলেন না। বমি ও ‘মাথাশূন্য’ বোধ করছেন।