ভারতীয় নৃত্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদবের সিনেমায় কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ছবির শুটিংয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাচ্ছেন তিনি। সেখানে আগামী ১ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন ফারিয়া।
যদিও এ বিষয়ে এখনও ফারিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে এই নায়িকা বলেন, ‘অনেক বছর ধরেই পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সঙ্গে যেটা যায়। আমার কাছে মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি সেগুলো পাচ্ছি।’