সম্প্রতি হোয়াটসঅ্যাপ এইচডি কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার চালু করেছে। এখন থেকে ব্যবহারকারীরা খুব সহজেই হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন। সুবিধাটি পেতে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে হোয়াটসঅ্যাপের একটি চ্যাট বক্সে যেতে হবে। স্মার্টফোনের নিচের দিকে একটা অ্যাড অ্যাটাচমেন্ট আইকন দেখা যায়। আইফোনের ক্ষেত্রে সেখানে লেখা থাকবে +আইকন। এবার গ্যালারি আইকনে ট্যাপ করে স্মার্টফোনের গ্যালারি অ্যাপে ইতোমধ্যে থাকা একটি ছবি নির্বাচন করে পাঠিয়ে ‘সেন্ড’ আইকনে ক্লিক করলে ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য তৈরি হবে। একটি নতুন এইচডি আইকন দেখা যাবে ওপরের অপশনগুলোতে। ওই আইকনে ক্লিক করলে স্ট্যান্ডার্ড ও এইচডি কোয়ালিটির দুটি অপশন পাওয়া যাবে। পছন্দসই কোয়ালিটি বেছে নিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই ছবিটি এইচডি কোয়ালিটিতে রূপান্তর হবে।