লিপস্টিক দীর্ঘস্থায়ী করার টিপস

সমকাল প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮

সাজের অন্যতম প্রধান অনুষজ্ঞ লিপস্টিক। ঠোঁট বা মুখের সৌন্দর্য বাড়াতে লিপস্টিকের তুলনা নেই। কিন্তু অনেকের অভিযোগ, লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরই উঠে যায়। কেউ কেউ মনে করনে, দামি লিপস্টিক ছাড়া কোনোটা ঠোঁটে বেশিক্ষণ থাকে না। কিছু নিয়ম মেনে লিপস্টিক লাগালে ঠোঁটে তা অনেকক্ষণ স্থায়ী হবে।


কীভাবে লাগাবেন-


চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।  এরপর ঠোঁটে প্রাইমার দিন। ঠোঁটের রং অনেকক্ষণ স্থায়ী হবে। রংটাও সঠিকভাবে ফুটে উঠবে। এবার ঠোঁটে ফাউন্ডেশন লাগান। এরপর যে রং লাগাবেন, একই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন। এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে। 


সব শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। এভাবে লিপস্টিক পরলে অনেকক্ষণ রং থাকবে ঠোঁটে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us