সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক আসছে—এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। খোদ সৌরভও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। জানা গেছে, পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা সিনেমাটি নির্মাণ করবে। তবে বড় পর্দায় সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন ছিল। অবশেষে জানা গেল সৌরভের বায়োপিকের অভিনেতার নাম।
শুরুতে সৌরভের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের কথা শোনা গেছে। তবে নতুন খবর, রণবীর নন, পর্দায় সৌরভ হচ্ছেন আয়ুষ্মান খুরানা। জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত।
আয়ুষ্মান খুরানা বাঁহাতি, সৌরভও তা–ই। ‘দাদা’র চরিত্রে আয়ুষ্মানকে নেওয়ার এটাও বড় কারণ। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।