ঘরের ছবির যত্নআত্তি

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩

পেন্টিং দিয়ে ঘর সাজাতে আমরা অনেকেই পছন্দ করি। বাড়িতে নানা ধরনের পেন্টিং থাকে। এসব পেন্টিংয়ের যত্ন নেওয়া জরুরি। কীভাবে যত্ন নেবেন জেনে নিন।


বড় এবং ভারী পেন্টিংস ফ্রেমের ওপরের দিকে ধরে তুলবেন না, এতে ছবির ভারে নিচের ফ্রেমে চিড় ধরতে পারে, বরং ছবি নিচের দিকে হাতের ওপর সাপোর্ট দিয়ে ধরুন।


ক্যানভাসে আঁকা ছবি যেখানে কাঁচের আবরণ নেই, সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। এতে ছবির সারফেসের ক্ষতি হয়। নরম কাপড় বা এক টুকরো ভেলভেটের কাপড় দিয়ে আলতোভাবে ছবি মুছে রাখুন। ফ্রেম এবং ছবির পেছন দিক পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের নরম ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে পেন্টিং পরিষ্কার এবং ভালো থাকবে। পেনসিল ড্রয়িং, প্যাস্টেল এবং ওয়াটার কালারের ছবিতে কাচ লাগিয়ে নিন। কারণ এ ধরনের ছবি খুব সহজেই ময়লা হয়ে যায়। কাচের আবরণ থাকলে ছবি অনেক দিন ভালো থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us