অনলাইন প্ল্যাটফরমে মেল বেট, ওয়ান এক্সবেট ও বেট উইনার নামের জুয়ার বেটিং সাইট চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পাচার করছে। রাশিয়া থেকে মূলত এই সমস্ত অনলাইন জুয়ার ওয়েবসাইট নিয়ন্ত্রিত হচ্ছে। আর দেশে নিয়োগকৃত ম্যানেজাররা এ কার্যক্রম পরিচালনা করছে।
এক বছর ধরে দেশে কার্যক্রম পরিচালনা করছে জুয়ার সাইটগুলো। এর মধ্যে কোটি কোটি টাকা দিয়ে ডলার ক্রয় এবং অতঃপর তা বিট কয়েন হয়ে দেশের বাইরে পাচার হচ্ছে। সিআইডি বলছে, এসব সাইট পরিচালনাকারী অনেক ম্যানেজার ও এজেন্ট সিআইডির নজরদারিতে রয়েছে। সেলিব্রেটিরাও এমন জুয়ার সাইটের বিজ্ঞাপন করছেন। অনেক টেলিভিশন চ্যানেলের অনলাইন ভার্সনে এসব বিজ্ঞাপন প্রচারও হচ্ছে।