বছরজুড়ে ড্রেজিং, তবুও কাটে না নাব্য সংকট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫২

মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজীরহাট নৌ-রুটে নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। মূল চ্যানেলে ডুবোচর জেগে ওঠায় প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে চলতে হচ্ছে ফেরিগুলোকে। এতে পারাপারে সময় বেশি লাগছে। অথচ প্রায় বছরজুড়েই এই নৌ-রুটে চলে ড্রেজিং কার্যক্রম।


স্থানীয়দের অভিযোগ, খনন করা মাটি আবার নদীতেই ফেলার কারণে ড্রেজিংয়ের সুফল মিলছে না।


বেগম রোকেয়া ফেরির ইনল্যান্ড মাস্টার অফিসার আমির হোসেন ভূইঞা জানান, দুই সপ্তাহ ধরে আরিচা-কাজীরহাট নৌপথে নাব্য সংকট তৈরি হয়েছে। আরিচা প্রান্তে ব্যাসিনসহ আড়াই কিলোমিটার এলাকায় এই সমস্যা বেশি। প্রয়োজনীয় গভীরতা না থাকায় তারা চলতে পারছেন না। ২৬ আগস্ট থেকে তারা প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে বিকল্প চ্যানেলে চলাচল করছেন। এতে আগের চেয়ে প্রায় দেড়গুন সময় বেশি লাগছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us