রাখিতে ঢেকে গেল শিক্ষকের হাত! 7 হাজার ছাত্রীর রাখি পরে রেকর্ড গড়লেন খান স্যার

এইসময় (ভারত) প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫

রাখি শুধু ভাই-বোন নয়, যে কোনও সম্পর্কের মানুষকেই বেঁধে রাখে। তাই তো ভাই-বোনের সম্পর্ক ছাড়াও বিভিন্ন সম্পর্কের মানুষকে একে অপরকে রাখি পরাতে দেখা যায়। তবে একটা-দুটো-দশটা-কুড়িটা নয়, এক্কেবারে 7 হাজার রাখি পরতে দেখেছেন কাউকে? রাখি উৎসবের দিন এমনই নজির গড়েছেন এক শিক্ষক। প্রায় 7 হাজার ছাত্রী সেই প্রিয় স্যারের হাতে পরান রাখি। যার জেরেই রেকর্ড গড়লেন তিনি।

তিথি অনুযায়ী গতকাল এবং আজ দু'দিনই রাখি। ভারতীয় মধ্যে রাখি একটি জনপ্রিয় উৎসব। মূলত ভাইয়ের হাতে বোনের রাখি পরানোর রীতি রয়েছে। তবে রাখির উৎসবে অন্যান্য সব সম্পর্কের মানুষই সামিল হন। আর সেই রাখি উৎসবের আয়োজন করে শিরোনামে এসেছেন পাটনার খান স্যার। নিজের কোচিং সেন্টারে রাখি উৎসবের আয়োজন করেছিলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার। তিনি জানিয়েছেন, প্রায় 7000 পড়ুয়া তাঁকে রাখি পরিয়েছেন। শিক্ষকের দাবি, এমন ঘটনা আগে ঘটেনি, সম্ভবত রাখি পরায় বিশ্বরেকর্ড করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us