বিদেশে আগুন লাগে বনে, আমাদের বাজারে

সমকাল সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬

এক সময়ে ‘আদর্শলিপি’ ছিল বহুল পঠিত। সেই বইয়ে ওপরে বড় বড় অক্ষরে লেখা বাক্য থাকত, নিচে দাগ দেওয়া ফাঁকা জায়গা। ওপরের বাক্য অনুসরণ করে শিশুরা ফাঁকা জায়গায় লেখার অভ্যাস করত এবং তাতে তাদের হস্তাক্ষরের উন্নতি ঘটত। ‘আদর্শলিপি’র বাক্যগুলো ছিল নৈতিকভাবে উন্নতমানের বক্তব্য-সংবলিত। উদ্দেশ্য, শিশুরা কেবল হস্তাক্ষর ভালো করতেই শিখবে না; নৈতিক শিক্ষাও গ্রহণ করবে।


একটি বাক্যের কথা খুব মনে পড়ে: ‘বড় যদি হতে চাও ছোট হও তবে।’ ছোট হতে বলা হতো দেহের আকৃতিতে নয়; ভেতরের চরিত্রে। ধনে নয়, ক্ষমতায় নয়; বড় হবে নৈতিকতায়– এই ছিল বাণী। এই নীতি-উপদেশের অনুক্ত কথাটা ছিল– তুমি বিনয়ী হও। বিনয় তোমাকে সাহয্য করবে উঁচুতে উঠতে। তা বিনয়ে কিছুটা কাজ হত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us