সহসাই নিজস্ব ফ্লাইট চালু করতে না পারলেও উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহনের জন্য কোড শেয়ারের পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা থেকে কানাডায় সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। তাই দেশটির জাতীয় এয়ারলাইনের সঙ্গে কোড শেয়ার করে উত্তর আমেরিকার যাত্রী বহনের পরিকল্পনা বিমানের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে রুট সম্প্রসারণের প্রচেষ্টা চালাচ্ছে বিমান। জনপ্রিয় বিভিন্ন গন্তব্যে সরাসরি নিজস্ব ফ্লাইট চালু করতে না পারলেও কোড শেয়ারের মাধ্যমে চালুর পরিল্পনা পতাকাবাহী এয়ারলাইনটির। ইতোমধ্যে বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন গালফ এয়ারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে বিমান। আর এরমধ্য দিয়ে ইউরোপ, আাফ্রিকা, বাহরাইনসহ অনেকে গন্তব্যে বিমান যাত্রী পরিবহন করতে পারেবে।