বাড়ির সামনেই তোপের মুখে শচীন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৯:২৯

ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। মাঠের পারফরম্যান্সে দীর্ঘ সময় দেশটির সমর্থকদের মুখে তিনি হাসি ফুটিয়েছেন। কেবল সাবেক এই ভারতীয় অধিনায়কই নন, ক্রিকেট বিশ্বের অনেক তারকাকেই খেলার ফাঁকে বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। তবে এবার তেমনই একটি বিজ্ঞাপনের কারণে তোপের মুখে পড়েছেন শচীন। তার করা বিজ্ঞাপনটি অনলাইন বেটিং (জুয়া) অ্যাপের হওয়াতেই বিক্ষোভকারীদের এত আপত্তি।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি শচীন টেন্ডুলকার টিএম ফার্স্ট গেমস নামে একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন। যা নিয়ে বিক্ষোভে নেমেছেন মহারাষ্ট্রের নির্দলীয় সংসদ সদস্য বাচ্চু কাদুর সমর্থকরা। মুম্বাইয়ে শচীনের বাড়ির সামনে জড়ো হয়ে তারা বলছেন, ফ্যান্টাসি গেমিংয়ের পেছনে আসলে জুয়ার প্রচারণা চলছে। শচীনকে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে সাবেক এই তারকা ক্রিকেটার কোনো মন্তব্য করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us