ড. ইউনূস আসলে কী চান?

জাগো নিউজ ২৪ লীনা পারভীন প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৭:১৯

ড. মুহাম্মদ ইউনূস। একটি বহুল আলোচিত নাম। কয়দিন পরপর তিনি নানা প্রেক্ষাপটে আমাদের দেশে আলোচনার টপিক হয়ে যান। তিনি একজন নোবেল বিজয়ী। আমাদের স্বাধীন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ীর নাম ড. ইউনূস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নিজ দেশের ছোট বড় কোনো ইস্যুতে আমরা তাঁকে পাইনা। বরং বিশ্বব্যাংকে প্রভাব খাটিয়ে পদ্মা সেতুর অর্থ বাতিল করেছেন- এমন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে।


সংবাদপত্রের হেডলাইন হচ্ছে “আবারও আলোচনায় ড. ইউনূস”। এই “আবারও” মানে কি? পিছনে ফিরলেই উত্তরটা পাওয়া যাবে। আসলে তিনি প্রতিবার নির্বাচনের আগেই একটা করে সংবাদ হওয়ার মত উপকরণ তৈরি করেন। তিনি শান্তিতে নোবেল পেলেও দেশের চরম অশান্তির রাজনৈতিক পরিস্থিতিতে নিজে দল করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলেন এবং সেটা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে গিয়ে। নোবেল জয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার আসার পরপরই তিনি দল গড়ার কাজে হাত দিয়েছিলেন। স্বপ্ন ছিল প্রেসিডেন্ট হবেন। দেশের মানুষতো অত বোকা নয় যে নোবেল পেলেই একজন রাজনৈতিক জ্ঞানে অশিক্ষিত ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us