‘বিজয় মিছিল’ করে গ্যাবনের ক্ষমতায় বসানো হল জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১২:০০

গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর কর্মকর্তারা জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা ঘোষণা করেছে। 


বুধবার ওই ঘোষণা দেওয়ার আগে জেনারেল এনগুয়েমাকে তার সেনারা বিজয়ীর বেশে মিছিল করে রাজধানী লিব্রেভিলের রাস্তা দিয়ে নিয়ে যায়। 


ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বঙ্গো ওনদিমবা প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক ভিডিও বার্তায় হাজির হয়ে ‘বিশ্বজুড়ে থাকা মিত্রদের’ কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন; তার পক্ষে ‘আওয়াজ তোলার’ অনুরোধ করেছেন।


ফ্রান্সের সাবেক উপনিবেশ গ্যাবন আফ্রিকার প্রধান তেল উৎপাদক দেশগুলোর একটি। বঙ্গোর পরিবার ৫৫ বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করে ছিল, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এবার তার অবসান হল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us