জ্বালানি তেল মজুত সক্ষমতা বাড়ছে, বিস্তার ঘটছে পাইপলাইনেও

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১১:৪২

দেশে এখন যে পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখার ব্যবস্থা আছে, তাতে সবমিলিয়ে ৪৫ দিন পর্যন্ত সারা দেশের চাহিদা পূরণ সম্ভব। এই সক্ষমতা আরও পাঁচ দিনের বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একইসঙ্গে জ্বালানি পরিবহনেও যুক্ত হচ্ছে নতুন নতুন পাইপলাইন। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  


পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সম্প্রতি জানিয়েছে, দেশে গড়ে আরও পাঁচ দিনের জ্বালানি তেল মজুত ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত এগিয়ে চলছে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন নির্মাণ কাজ। পাইপ লাইনটি উদ্বোধন হলে জ্বালানি তেল পরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।


সংস্থাটি সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল, এই ১৫ বছরে জ্বালানি তেলের মজুত ক্ষমতা ৯ লাখ মেট্রিক টন থেকে ১৩ লাখ ৯০ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। অর্থাৎ ৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন জ্বালানির মজুত বেড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us